SOCIAL MEDIA FEED
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক একজন ছাত্র এখন জঙ্গি। বিশাল দল গঠন করে একটি স্বাধীন রাজ্য বানাতে চায়। তবে চাওয়ার কথা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কত রেগিং আর মানসিক নির্যাতন শিকার কতই না হয়েছে আল্লাহ জানেন। এই বিশ্ববিদ্যারয়ের মান ভাটা পড়ে যাবে সার্বিক ভাবে। জঙ্গি, যৌন নির্যাতন, রাজনৈতিক দলীয় নির্যাতন, দূর্নীতি ইত্যাদি কারণে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মান আর সুস্থ্য পরিবেশ নিয়ে অহংকার কিছুই থাকলো না। জানা আছে যে, গত দেড় দশকে লক্ষ লক্ষ মানুষ নির্যাতনের শিকার হয়েছে, না জাতি আর কত জন আরো কত কিছুর স্বাধীনতার জন্য কত এইভাবে দল করার কাজ করতেছে।
বাংলাদেশে ছাত্র রাজনীতি নয়, এটা কেবল বিপদগ্রস্থতা আর বুড়াদুড়া ছাত্র-ছাত্রীদের ভিমরতি এবং মোটাদাগের কিছু ছাত্র-শিক্ষকদের প্রহশনের মেয়াদকাল মাত্র। বাংলাদেশের মত টকবাজ ফাঁকাবাজ দেশে পরিস্থিতি মহা বিবেচনায় নিয়ে ছাত্র রাজনীতি সাময়িক ভাবে নিষিদ্ধ করে যুব রাজনীতি সংগঠনের সাথে সম্পৃক্ত করে দেয়া যেতে পারে। তবেই শিক্ষাঙ্গনের শিক্ষার মান ও শান্তি স্থিতিশীলতার পরিবেশ ফিরে পাবে। আর দেশে, মুক্তি পাবে অপরাজনীতি আর অপসংস্কৃতি থেকে। আর তা না করলে ভয়ানক বিপদ সামনে আসীন। সময়ে সময়ে মসনদের কর্তারা ফায়দা নিয়েছেন। এখনো নিচ্ছেন। একটু শান্তি দরকার। ডাল-ভাত-মাছ হলেই এ দেশের মানুষ খেয়ে দেয়ে জীবন পারতে পারে। সুতরাং অতি চালাকি করে অভার উন্নতির কথা বলে শিকড় ধংস করা থেকে বিরত থাকা বাধ্যতামূলক।
YOUTUBE
What We Do
MASS CAMPAIGN an organizational movement for Men, Health, Education, Human Rights, Volunteering, and Climate justice initiative.
Fridays Campaign International Organization has Made a Strategic Plan (5D) Action in the Field Working.
March 12, 2022
#স্ট্র্যাটেজিক_প্লান। #5D_Plan ০১. পরিবর্তনের জন্য গল্প-Story Telling For Change (এই প্রকল্পে আমরা সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার…
PEACEMAKER 360
January 13, 2021
Give me a little background about you and your journey as a peace activist: when…