Fridays Campaign International Organization has Made a Strategic Plan (5D) Action in the Field Working.
#স্ট্র্যাটেজিক_প্লান। #5D_Plan
০১. পরিবর্তনের জন্য গল্প-Story Telling For Change (এই প্রকল্পে আমরা সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জীবনের বাস্তবিক অভিজ্ঞতা শুনানোর ব্যবস্থা করা। সাফল্যবান ব্যক্তি, উন্নয়নকর্মী এবং ঝড়েপড়া মানুষের গল্প শুনাবো। যাতে করে আমাদের বর্তমান এবং আগামীর প্রজন্ম সেই সাফল্যগাথা আলোকিত এবং ঝড়েপড়া, হতাশাগ্রস্থ, নির্যাতিত মানুষের কথা শুনে, ভুল-ত্রুটি সংশোধন করে নিজেদেরকে প্রস্তুত করবে আগামীর জন্য, নতুন সম্ভাবনার জন্য।)
০২. জয়িতা ক্যাম্পেইন- Campaign for Girls Empowerment (বাল্য বিবাহ রোধ, শিক্ষা-স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়নে বিশেষ সচেতনতামুলক ক্যাম্পেইন। দেশের বিভিন মাধ্যমিক বিদ্যালয়ে জয়িতা ক্যাম্পেইন করা হয়। যা আমরা গত তিন বছর দেশের বিভিন্ন এলাকার বিদ্যালয়ে করছি।
০৩. ইয়ুথ ক্যাপটেন সামিট -Youth Captain Summit (তরুন-ইয়ুথদের নিয়ে একটি বাৎসরিক সম্মেলন। সমগ্র বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে একজন করে ইয়ুথ ক্যাপটেন নির্বাচন করা হবে। নির্বাচিত ক্যাপটেনরা রাজধানী ঢাকায় বাৎসরিক সম্মেলনে তাদের নিজ নিজ জেলার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা উপস্থাপন করবে। এবং সেই ইয়ুথ ক্যাপটেনকে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রোগামে অংশগ্রহণ করার জন্য প্রশিক্ষন দেয়া হবে।)
০৪. কার্নিভাল ক্যাম্পেইন-Carnival Campaign (জাতীয় ও আন্তর্জতিক বিভিন্ন ইস্যুতে যুক্ত হয়ে সামাজিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করা। যেমন: ভয়েস তুলে ধরা, প্রমোট করে ফোকাস করা। এবং সামাজিকভাবে নেটওয়ার্ক তৈরী করা।
০৫. আর্থিক কল্যান ফান্ড (আকফা) প্রজেক্ট; যুবদের স্বাবলম্বী হওয়ার জন্য বিশেষ ও কারিগরি প্রশিক্ষন প্রদান করা এবং আর্থিকভাবে সহযোগীতা করা।
সকলের সমর্থন এবং কারিগরি সহযোগীতা কামনা করছি। আপনারা সর্বদা পাশে ছিলেন। এবং আগামী দিনগুলোতেও থাকবেন। এই প্রত্যাশায়।
#Fridays_Canpaign_Int. #Human_Rights_International,